Posts

নিরামিষ রেসিপি(শাহী পনির)

Image
উপকরণ:- পনির (৩০০গ্ৰাম)পোস্ত বাটা(১টেবিল চামুচ,সাথে দুটো কাঁচা লংকা বেটে নিন), আদাবাটা (১টেবিল চামুচ), কাজু বাটা(১টেবিল চামুচ),চার মগজ বাটা (১টেবিল চামুচ), টক দই  ফেটিয়ে রাখা(৩টেবিল চামুচ),১টা মাঝারি সাইজ টমেটো বাটা,ঘি,ফোরণের জন্য গোটা সাদা জিরেও তেজপাতা। কাজু ও কিশমিশ সামান্য জলে ভিজিয়ে রেখে দিন।সাধ অনুযায়ী নুন ও চিনি, আপনারা চাইলে আলু টুকরো করে কেটে দিতে পারেন। রান্নাটি আমরা সাদা তেলে করব। এই রান্না তে হলুদ গুড়ো ব্যবহার করব না। পদ্দ্বতি:- প্রথমে কড়াই গরম করে সাদা তেল দিন, তেল গরম হলে পনিরগুলো হালকা করে ভেজে নিন। তারপর গোটাজিরে ও তেজপাতা ফোরন দিন,আলুগুলো দিয়ে দিন,ভাজা ভাজা হলে আদা বাটা দিন, নাড়তে থাকুন,একটু ভেজে পোস্তবাটা ও কাজুবাটা দিয়ে কষতে থাকুন। ওভেন মিডিয়াম আঁচে রাখবেন। এরপর চার মগজবাটা ও টমেটো বাটা দিন, নাড়তে থাকুন, শেষে টক দই দিয়ে দিন, কষতে থাকুন, দেখুন মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়েছে কি না। যদি হয়ে যায় তাহলে এক কাপ মত জল ঢেলে দিন। গ্ৰেভি ঘন হয়ে এলে ঘি দিয়ে দিন। নামানোর আগে কাজু,কিশমিশ ওপরে ছড়িয়ে দিন।  

দই কাৎলা

Image
উপকরণ:- কাৎলা মাছ(500gm),কাজু বাটা(4  -5 )টি, চারমগজ বাটা                        (1টেবিলচামুচ),ফেটিয়ে রাখা টক দই (3টেবিল চামুচ),একটি মাঝারি সাইজের পিঁয়াজ(হাফ কুচোনো আর হাফবাটা)টমেটো পিউরি (আধ কাপ), আদাজিরে বাটা(3টেবিল চামুচ),লংকা গুড়ো(1টেবিল চামুচ),1/4 টেবিল চামুচ গোলমরিচ গুড়ো, সাধ মতো নুন,চিনি,হলুদ গুড়ো, সরষের তেল ও ফোরনের জন্য গোটা জিরে,তেজপাতা ও একটি শুকনো লংকা। পদ্ধতি:- প্রথমে কড়াই তে তেল গরম করে মাছ ভেজে নিন। মাছ ভাজার তেলে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লংকা ফোরন দিন, কুচিয়ে রাখা পিঁয়াজ দিয়ে দিন।লাল করে ভেজে নিন, তারপর আদা জিরে বাটা ও সামান্য হলুদ গুড়ো দিয়ে কষতে থাকুন, একটু কষে নিয়ে পিঁয়াজ বাটা দিন,সামান্য নেড়ে কাজু ও মগজ বাটা দিন, আর ও একটু কষুন, এরপর টক দই দিন,একটু নেড়ে টমেটো পিউরি দিন, খুব ভাল করে কষুন যাতে মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়।এরপর গোলমরিচ গুড়ো দিন, পরিমান মত নুন ও চিনি দিয়ে দিন।এরপর এক কাপ মত জল ঢেলে দিন, ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিন। ঘন হয়ে এলে গরম মশলার গুড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিন।